Header Ads

Router Configuration

রাউটার Configure শুরু করার পূর্বের ধাপসমূহ

১। রাউটারটি অবশ্যই রিসেট করে নিতে হবে। এর জন্য আপনার রাউটার এর পেছন দিকে রিসেট বাটনটি কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে। বাটনটিতে চাপ দিয়ে ধরে রাখার এক পর্যায়ে রাউটারের সবগুলো বাতি জ্বলে উঠবে, অর্থাৎ আপনার রাউটারটি সম্পূর্ণভাবে রিসেট হয়ে গিয়েছে। 

২। ইন্টারনেট এর Main Port টি রাউটারের Blue Port (WAN) এ লাগাতে হবে। 

৩। যদি Computer PC বা Laptop ব্যবহার করা হয়ে থাকে। তাহলে একটি শর্ট ক্যাবল দিয়ে একটি Port Router এর Yellow Port এ লাগিয়ে অপরটি PC তে লাগিয়ে দিতে হবে।

দ্রষ্টব্যঃ মোবাইলে configure করতে হলে, শুরুতে রিসেট দিয়ে রাউটার এর পিছনে ইন্টারনেটের Main Port টি Blue Port এ লাগিয়ে Wifi এ মোবাইলটি কানেক্ট করে নিতে হবে। এর জন্য রাউটার এর পিছন দিকে মোবাইল এ কানেক্ট করার জন্য Default Password টি দেওয়া থাকে। পরবর্তীতে নিচের ভিডিওটি দেখে করে নিতে হবে।


To configure your own router manually, watch this video.


No comments

Theme images by Blogger. Powered by Blogger.